গরুর ওজন নির্ণয় "লাইভ ওয়েট" পদ্ধতি। রিপন সরকার। Ripon Sarkar

গরুর ওজন নির্ণয়:

গরু কিনে ফেলার পর অনেকের মনে যে প্রশ্ন উঁকি ঝুঁকি মারে তা হল- কত কেজি মাংস হবে?🤔🤔🤔

আপনাদের অনুসন্ধিৎসু মনের চাহিদা মেটাতে একটা সহজ সূত্র শিখিয়ে দিচ্ছি যা দিয়ে আপনি আনুমানিক হিসেব কষে বের করে ফেলতে পারেন গরুতে কত কেজি মাংস পাওয়া যেতে পারে।


১. দৈর্ঘ্য(ইঞ্চি) L X বুকের বেড়(ইঞ্চি) G X বুকের বেড়(ইঞ্চি)G  / ৬৬০= গরুর ওজন (মোট)


২. ধরুন ‍আমার গরু লম্বা ৪৫ইঞ্চি এবং বুকের বেড় ৫০ইঞ্চি তাহলে গরুর ওজন (মোট)= ৪৫X৫০X৫০/৬৬০ = ১৭০.৪৫ কেজি,

 মাংস পাব=১৭০X৫০/১০০=৮৫কেজি,


৩.সুত্র অনুযায়ী প্রাপ্ত মোট ওজনের ৫০ -৫৫ শতাংশ  কেজি মাংস পাওয়া সম্ভব। 

😁😁


৪.গাভির ক্ষেত্রে মাংস পাওয়া যাবে দৈহিক ওজনের  ৪৫ শতাংশ।  এবার সবাই গজ ফিতা নিয়ে হিসাব কসে বের করুন কত কেজি গরুতে কত কেজি মাংস। 😀😀

No comments:

Post a Comment