গবাদিপশুর ভ্যাকসিনঃ
গবাদিপশুকে রোগে আক্রান্ত হওয়া থেকে মুক্ত রাখতে হলে কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে।যেমন কৃমি মুক্ত রাখা,ভাল বাসস্তান,সুষম খাবার,পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি।গবাদিপশুর অনেক রোগ আছে এগুলো আক্রমন করলে চিকিৎসায় অনেক সময় ভাল সুফল পাওয়া যায় না বা চিকিৎসার আগেই পশু মারা যায়।
এ রোগ গুলোকে ভ্যাকসিন প্রয়োগ করে সহযেই দমন করা যায়।আপনারা একটু সচেতন হয়ে ভ্যাকসিন প্রয়োগ করলে আপনারা যেমন লাভবান হবেন তেমনি পশু গুলোও সুস্থ থাকবে এবং খামারের উৎপাদন বাড়বে।
যে রোগ গুলো গবাদি পশুর সবচেয়ে বেশি হয় এবং শুধু মাত্র ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে প্রতিরোধ করা যায় সেগুলো হল--তড়কা,বাদলা,গলাফুলা,গো বসন্ত,ক্ষুরা রোগ,জলাতঙ্ক, পি.পি.আর(ছাগলের)।
এ রোগ গুলোর ভ্যাকসিন দেওয়ার নিয়ম :
১.#টিকার নাম:এ্যানথাক্স বা তড়কা টিকা
রোগের নাম :তড়কা
প্রদাহের স্থান:ঘারের চামড়ার নিচে
মাত্রাঃগরু-১সিসি
বাছুর গরু ও ছাগল-১/২ সিসি
ইমিউনিটি :১ বৎসর। প্রথম বার ভ্যাকসিন দেবার পর বছরে ১বার করে দিতে হবে।
সর্তকতা:৬ মাস বয়সের বেশি পশুকে দেওয়া যাবে এবং ৭ মাসের বেশি প্যাগনেন্ট পশুকে দেওয়া যাবে না।
২.#টিকার নাম:বাদলা টিকা
রোগের নাম:বাদলা
প্রদাহের স্থান:চামড়ার নিচে
মাত্রা:৫ সিসি
ইমিউনিটি: ৬ মাস
সর্তকতা: ৪ মাস বয়সের বাছুর থেকে ২.৫ মাস বয়সের গরুকে দিতে হবে।প্রাপ্ত বয়স্ক পশুকে দেবার দরকার নাই।
৩.#টিকার নাম: গলাফুলা টিকা
রোগের নাম: গলাফুলা
প্রদাহের স্থান: চামড়ার নিচে
মাত্রা: ২ সিসি
ইমিউনিটি: ১ বৎসর
সর্তকতা: ৬ মাসের উপরের গর্ভবতী গাভীকে দেওয়া যাবে না এবং প্রথম টিকা দেওয়ার পর ২-৪ সপ্তাহ পর আর একটি সমপরিমান ডোজ দিতে হবে।
৪.#টিকার নাম: গো বসন্ত টিকা
রোগের নাম:গো বসন্ত
প্রদাহের স্থান: চামড়ার নিচে
মাত্রা: ১ সিসি
ইমিউনিটি: এ টিকা ১বার দিলে কয়েক বছর পর্যন্ত রোগ পতিরোধ ক্ষ্মমতা জন্মে।
৫.#টিকার নাম:ক্ষুরা রোগ টিকা বা এফ.এম ডি টিকা
রোগের নাম: ক্ষুরা রোগ
প্রদাহের স্থান: চামড়ার নিচে
মাত্রা:
মনোভ্যলেন্ট:৩ সিসি
বাইভ্যালেন্ট: ৬ সিসি
ট্রাইভ্যালেন্ট:৯ সিসি
ইমিউনিটি:৬ মাস
সর্তকতা: ৪ মাস বয়স থেকে শুরু করে যেকোন বয়সের পশুকে এমনকি গর্ভবতী গাভীকে দেওয়া যাবে।
6.#টিকার নাম:জলাতঙ্ক বা রেবিস টিকা
রোগের নাম: জলাতঙ্ক
প্রদাহের স্থান: মাংশপেশীতে
মাত্রা: ৩ সিসি
ইমিউনিটি:১ বৎসর
সর্তকতা:৬ মাস বয়সের উপরে দেওয়া যাবে এবং গর্ভবতী পশুকেও দেওয়া যাবে।
৭.#টিকার নাম:পি.পি.আর টিকা
রোগের নাম:পি.পি.আর
প্রদাহের স্থান:চামড়ার নিচে
মাত্রা:১ সিসি
ইমিউনিটি:৬ মাস
সর্তকতা:ছাগলের বাচ্চার বয়স ১৫দিন হলেই এ টীকা দেওয়া যাবে।
★★★গবাদি পশুকে নিয়মিত ভ্যাকসিন দিয়ে রোগ প্রতিরোধ করুন ও চিকিৎসার খরচ বাচান★★★
(সংগ্রহীত)
(যেকোন চিকিতসা দেবার পূর্বে অবশ্যই একজন রেজিটার্ড ডাক্তার সাহেবের পরামর্শ গ্রহন করবেন)
No comments:
Post a Comment