বীফ ফ্যাটেনিং (পূর্বের অংশের পর)
========================
গবাদি পশুর মোটাতাজাকরন কর্মসূচী ঃ
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
প্রথমে হাট থেকে জীর্ন শীর্ন গরু ক্রয় করতে হবে
৭ দিন পর
কৃমির ঔষধ খাওয়াতে হবে।
সব ধরনের কৃমি দমন করার জন্য Tab Endex বয়স ভেদে মাত্রা অনুযায়ী খাওয়াতে হবে।
এর ৪ দিন পর
ইউরিয়া মিশ্রিত খড় বা ব্লক অথবা UMS খাওয়াতে হবে।
ইউরিয়া মিশ্রিত খাদ্য কেন খাওয়ানো হয় ঃ
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
খাদ্যে আমিষের চাহিদা মিঠানোর জন্য
খাদ্যের থাদ্যমান বাড়ানোর জন্য
নিম্নমানের খাদ্যকে উচ্চ মানের খাদ্যতে রুপান্তর করার জন্য
বিঃ দ্রঃ ইউরিয়া পানির সাথে গুলে বা সরাসরি গরুকে খাওয়ানো যাবেনা। । কোন মাধ্যম তিয়ে ইউরিয়া খাওয়াতে হবে। অনেকগুলো পদ্ধতি রয়েছে । তবে আমরা যেটা সহজ অর্থাৎ UMS পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো।
UMS কি?
এটি ইউরিয়া, মোলাসেস বা চিটাগুড় ও খড় এর একটি মিশ্রিত খাবার যা গরুকে প্রতিদিন শুকনা খড়ের পরিবওর্ত চাহিদামত খাওয়ানো যায়।
খাদ্যে ইউরিয়া , খড় ও মোলাসেস এর অনুপাত যথাক্রমে ৩ঃ৮২ঃ১৫
UMS তৈরীর শর্ত ঃ
===============
UMS তৈরীর প্রধার মর্ত হচ্ছে উপাদানগুলোর পরিমান সর্বদাই সঠিক রাখতে হবে। অর্থাৎ ১০০ ভাগ UMS শুষ্ক পদার্থের মধ্যে ৮২ ভাগ খড়, ১৫ ভাগ মোলাসেস ও ভাগ ইউরিয়া থাকতে হবে। এই হিসাব মতে ১০০ KG শুকনা খড়, ঘনত্বে উপর নির্ভর করে ২১ থেকে ১৪ KG মোলাসেস বা চিটাগুড়, এবং ৩ KG ইউরিয়া মিশালইে চলে।
উল্লেখ্য উক্ত ইউরিয়া মেশানো খড় সাথে সাথে গরুকে খাওয়ানো যায় অথবা একেবারে ২/৩ দিনের তৈরী খড় সংরক্ষন করে আস্তে আস্তে খাওয়ানো যায়।তবে কোন মতেই খড় বানিয়ে ৩ দিনের বেশী রাখা উচিৎ নয়। কারন তাতে খড়, মোলাসেস ও ইউরিয়ার পরিমান কমতে থাকবে।
নীচে বিভিন্ন পরিমান খড়ের সাথে ইউরিয়া , মোলাসেসও পানি কি পরিমান ব্যবহার করতে হকে তার একটা সারনী দেয়া হলঃ
No comments:
Post a Comment