বীফ ফ‌্যা‌টে‌নিং গো-মোটাতাজাকরণ। রিপন সরকার,Ripon Sarkar

 বীফ ফ‌্যা‌টে‌নিং (পূ‌র্বের অং‌শের পর)

========================


গবা‌দি পশুর মোটাতাজাকর‌ন কর্মসূচী ঃ

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

প্রথ‌মে হাট থে‌কে জীর্ন শ‌ীর্ন গরু ক্রয় কর‌তে হ‌বে


                          ৭ দিন পর 


কৃ‌মির ঔষধ খাওয়া‌তে হ‌বে। 

সব ধর‌নের  কৃ‌মি দমন করার জন‌্য Tab Endex বয়স ভে‌দে মাত্রা অনুযায়ী খাওয়া‌তে হ‌বে।


     

                   এর ৪ দিন পর 


ইউ‌রিয়‌া মি‌শ্রিত খড় বা ব্লক অথবা UMS খাওয়া‌তে হ‌বে। 


ইউ‌রিয়া মি‌শ্রিত খাদ‌্য কেন খাওয়া‌নো হয় ঃ

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


খা‌দ্যে আ‌মি‌ষের চা‌হিদা মিঠা‌নোর জন‌্য 

খা‌দ্যের থাদ‌্যমান বাড়া‌নোর জন‌্য 

নিম্নমা‌নের খাদ‌্যকে উচ্চ মা‌নের খাদ‌্যতে রুপান্তর করার জন‌্য 


বিঃ দ্রঃ ইউ‌রিয়া পানির সা‌থে গু‌লে বা সরা‌সরি গরু‌কে খাওয়া‌নো যা‌বেনা। । কোন মাধ‌্যম তি‌য়ে ইউ‌রিয়া খাওয়া‌তে হ‌বে। অ‌নেকগু‌লো পদ্ধ‌তি র‌য়ে‌ছে । ত‌বে আমরা যেটা সহজ অর্থাৎ UMS পদ্ধ‌তি সম্প‌র্কে আ‌লোচনা কর‌বো। 


UMS কি?

এ‌টি ইউ‌রিয়া, মোলা‌সেস বা চিটাগুড় ও খড় এর এক‌টি মি‌শ্রিত খাবার যা গরু‌কে প্রতি‌দিন শুকনা খ‌ড়ের প‌রিবওর্ত চা‌হিদামত খাওয়া‌নো যায়।

খা‌দ্যে ইউ‌রিয়া , খড় ও মোলা‌সেস এর অনুপাত যথাক্রমে ৩ঃ৮২ঃ১৫


UMS তৈরীর শর্ত ঃ

===============

UMS তৈরীর প্রধার মর্ত হ‌চ্ছে উপাদানগু‌লোর প‌রিমান সর্বদাই স‌ঠিক রাখ‌তে হ‌বে।  অর্থাৎ ১০০ ভাগ UMS  শুষ্ক পদা‌র্থের ম‌ধ্যে ৮২ ভাগ খড়, ১৫ ভাগ মোলা‌সেস ও  ভাগ ইউ‌রিয়া থাক‌তে হ‌বে।  এই হিসাব ম‌তে ১০০ KG শুকনা খড়, ঘন‌ত্বে উপর নির্ভর ক‌রে ২১ থেকে ১৪ KG মোলা‌সেস বা চিটাগুড়, এবং ৩ KG ইউ‌রিয়া মিশা‌লইে‌ চ‌লে। 


উ‌ল্লেখ‌্য উক্ত ইউ‌রিয়া মেশা‌নো খড় সা‌থে সা‌থে গরু‌কে খাওয়া‌নো যায় অথবা এ‌কেবা‌রে ২/৩ দিনের তৈরী খড় সংরক্ষন ক‌রে আ‌স্তে আ‌স্তে খাওয়া‌নো যায়।ত‌বে কোন ম‌তেই‌ খড় বা‌নি‌য়ে ৩ দি‌নের বেশী রাখা উ‌চিৎ নয়। কারন তাতে খড়, মোলা‌সেস  ও  ইউ‌রিয়ার প‌রিমান কম‌তে থাক‌বে।

নী‌চে বি‌ভিন্ন  প‌রিমান খড়ের সা‌থে ইউ‌রিয়া , মোলা‌সেসও পা‌নি কি প‌রিমান ব‌্যবহার কর‌তে হ‌কে তার একটা সারনী দেয়া হলঃ


No comments:

Post a Comment