বিফ ফ‌্যা‌টে‌নিং বা গো মোটাতাজাকরন। রিপন সরকার। Ripon Sarkar। ১ম পর্ব

 বিফ ফ‌্যা‌টে‌নিং বা গো - মোটাতাজাকরন

====================


বীফ ফ‌্যা‌টে‌নিং একটা লাভজনক কর্মসূচী।এর মাধ‌্যমে জীর্ন শীর্ন গরু‌কে Urea ববহা‌রের মাধ‌্যমে খড় খাওয়াই‌য়ে মাত্র ৩ মাস সম‌য়ে মোটাতাজাকরন করা হয়।


সুবিধাঃ

============

১/ প্রাথ‌মিকভা‌বে পুঁ‌জি কম লা‌গে।

২/ আ‌র্থিক ক্ষ‌তির ঝুঁ‌কি কম

৩/ স্হানীয় বাজার থে‌কে গবা‌দি পশু ক্রয় ক‌রে শুরু করা যায়।


বীফ ফ‌্যা‌টে‌নিং শুরু করার আ‌গে নি‌ম্মোক্ত বিষ‌য়ে জোর দেয়া খুব জরুরীঃ



============================


১/ গবাদি পশুর জাত নির্বাচন ও ক্রয় 

২/ এই কর্মমূচী চালুর উপযুক্ত সময় যাচাই

৩/ কৃ‌মি রো‌গের চিকিৎসা ও বি‌ভিন্ন রো‌গের টিকা প্রদান (Antrax. FMD ও BQ)

৪/ গবা‌দি পশুর সঠিক ও সুষ্ঠু বাস্হান

৫/সুষম ও পর্যাপ্ত প‌রিমা‌নে খাদ‌্য সরবরাহ।

৬/ দৈ‌নিক ওজন গ্রহন

৭/ বাজা‌রে বিক্রীর উপযুক্ত সময়  নির্ধারন


                                             ২য় পার্ট

No comments:

Post a Comment