সব মানুষই চায় সবার কাছে প্রিয় হতে। সবার কাছে আকর্ষনীয় হতে। চায় আরো কিছু মানুষ তাকে অনুসরন ও অনুকরন করুক । আর এই আকর্ষনীয় ব্যক্তিত্ত এমনিতেই পাওয়া যায় না । তা অর্জন করে নিতে হয় । আর অর্জন করার জন্যে যেগুলো আপনার সহায়ক হিসেবে কাজ করবে সেই বিষয় গুলো নিয়ে আমাদের আজকের এই আয়োজন।
১। লক্ষস্থির করুন: