Know Thyself.......
-- SHAKESPEARE
.........................................................
“ To travel is to live.”
― Hans Christian Andersen***
........................................................
“ Travel brings power and love back into your life.”
― Rumi ***
.....................................................
শুধু শাস্তির ভয়ে আর পুরস্কারের প্রত্যাশায় মানুষ যদি সদাচারন করে,সেটা বাস্তবিকই আমাদের মনোকষ্টের কারণ ।
-albert einstein........
.......................................................
"মানুষেরে করি ঘৃণা ও
কারা কোরান, বেদ, বাইবেল
চুম্বিছে মরি মরি ও মুখ
হইতে কিতাব-গ্রন্থ নাও জোর
করে কেড়ে যাহারা আনিল
গ্রন্থ-কেতাব সেই
মানুষেরে মেরে পূজিছে গ্রন্থ
ভণ্ডের দল - ...মূর্খরা সব
শোনো, মানুষ এনেছে গ্রন্থ,
গ্রন্থ আনেনি মানুষ কোনো।"
-- কবি নজরুল............
....................................................
--"The only good is knowledge and the only evil is ignorance."
~Socrates***
...................................................
সব পাখি ঘরে আসে — সব নদী; ফুরায় এ-জীবনের
সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার
বনলতা সেন।
***Jibonanondo Das***
....................................................
There are people in the world so hungry, that God cannot appear to them except in the form of bread."
-( Mahatma Gandhi)
...................................................
"মানুষ মরে গেলে পচে যায়,
বেঁচে থাকলে বদলায়
প্রতিটি মূহুর্তে বদলায়,
কারণ অকারণে বদলায়"
-শহীদ মুনীর চৌধুরী***
................................................
Love the life you live,
Live the life you love -
-- BobMarley
.......................................................
"যে মানুষটিকে তুমি দেখছ তাকেই যদি তুমি ভাল না বাসতে পারো, তবে তুমি কিভাবে সৃষ্টিকর্তাকে ভালবাসবে যাকে তুমি কোনদিন দেখোইনি! "
____মাদার তেরেসা
.......................................................
•মৃত্যু নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই।
আমরা যতক্ষন জীবিত থাকি ততক্ষন মৃত্যুর কোনো অস্তিত্ব নেই আর যখন মৃত্যু আসে তখন আমাদের জীবনের কোনো অস্তিত্ব নেই।।
--- এপিকিউরাস
.....................................................
"আমরা কিসের জন্য বাঁচব সেটা আমরা নিশ্চিত হতে পারি না, যতক্ষন না আমরা তার জন্য মরতে প্রস্তুত থাকি"-
***চে গুয়েভারা***
......................................................
রক্তের কাফনে মোড়া-
কুকুরে খেয়েছে যারে,
শকুনে খেয়েছে যারে,
সে আমার ভাই, সে আমার মা,
সেই আমারপ্রিয়তম পিতা।
স্বাধীনতা-
সে আমার স্বজন
হারিয়ে পাওয়া একমাত্র স্বজন,
স্বাধীনতা-
সে আমার প্রিয় মানুষের
রক্তে কেনা অমূল্য ফসল।
ধর্ষিতা বোনের শাড়ি
ওই আমার রক্তাক্ত জাতির পতাকা।
*** রুদ্র মুহহম্মদ শহীদুল্লাহ ///
...................................................
মনে মনে বলি,
যোগ্য হও, যোগ্য হয়ে ওঠো--
ছুঁয়ে দিই নীরার চিবুক
এই হাত ছুঁয়েছে নীরার মুখ
আমি কি এ হাতে আর কোনোদিন
পাপ করতে পারি ?
এই ওষ্ঠ বলেছে নীরাকে ,
ভালোবাসি--
এই ওষ্ঠে আর
কোনো মিথ্যে কি মানায় ?
--সুনীল গঙ্গোপাধ্যায়
.....................................................
আমাদের স্বগোত্রে স্বজাতি আজো নিরন্ন,নিপীড়িত, নিম্নবিত্ত ও মানবিক-মৌলিক অধিকার বঞ্চিত । আমাদের উপলব্দি করতে হবে -হাড়ি-ডোম-মুচি-মেথর-বাগদীরাই আমাদের স্বগোত্র স্বজাতি, আমাদের ভাই। আমাদের দেহে তাদেরই রক্তের ধারা বহমান।
— ড. আহমদ শরীফ
..................................................
আমরা হিন্দু-মুসলমান যেমন সত্য,তার চেয়ে বেশী সত্য যে আমরা বাঙালী। এটি কোনো আদর্শের কথা নয়, এটি একটি বাস্তব কথা। মা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারা ও ভাষায় বাঙালীর এমন ছাপ মেরে দিয়েছেন যে মালা- তিলক-টিকিতে এবং টুপি-লুঙ্গিতে দাড়িতে ঢাকবার জো-টি নেই। …
-- ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ
.................................................
‘‘সব সৃষ্টি করলো যে জন
তারে সৃষ্টি কে করেছে,
সৃষ্টি ছাড়া কি রূপে সে
সৃষ্টিকর্তা নাম ধরেছে”
-- লালন সাঁই
.....................
যেদিন আমি হারিয়ে যাব,
বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায়
আমার খবর পুছবে -
বুঝবে সেদিন বুঝবে!
ছবি আমার বুকে বেঁধে
পাগল হয়ে কেঁদে কেঁদে
ফিরবে মরু কানন গিরি,
সাগর আকাশ বাতাস চিরি'
যেদিন আমায় খুঁজবে -
বুঝবে সেদিন বুঝবে!
-- কাজী নজরুল
No comments:
Post a Comment