সব মানুষই চায় সবার কাছে প্রিয় হতে। সবার কাছে আকর্ষনীয় হতে। চায় আরো কিছু মানুষ তাকে অনুসরন ও অনুকরন করুক । আর এই আকর্ষনীয় ব্যক্তিত্ত এমনিতেই পাওয়া যায় না । তা অর্জন করে নিতে হয় । আর অর্জন করার জন্যে যেগুলো আপনার সহায়ক হিসেবে কাজ করবে সেই বিষয় গুলো নিয়ে আমাদের আজকের এই আয়োজন।
১। লক্ষস্থির করুন:
উদ্দেশ্যহীন নৌকা যেমন ঘাটে পৈছে না , ঠিক তেমনিই লক্ষ নির্ধারন ছাড়া জীবনে উন্নতি করা যায় না । লক্ষ আপনাকে সবসময় প্রেরণা ও মানুষিক শক্তি যোগায় । আপনার মেধা , যোগ্যতা, মানবীয় গুন বিকাশে খুব সাহায্য করে ।গবেষকরা দেখেছেন , বাস্তবতা থেকে যার লক্ষ যত দূরে তার সফলতা তত পিছনে । তাই বাস্তবতার আলোকে আপনার লক্ষ স্থির করুন।
২। নিজের সম্পর্কে উন্নত ধারণা তৈরি করুন:
অন্যজনে আপনার প্রশাংসা করলে যেমন আপনাকে ভালো লাগে এর চেয়ে বেশী ভালো লাগবে নিজের সম্পর্কে ভালো কথা বলুন । সবসময় আপনার ইতিবাচক দিক গুলো নিয়ে ভাবুন। নিজের অর্জিত কিছু থাকলে তা বার বার দেখুন । আপনার কোন প্রতিযোগিতার পুরুস্কার, নিজের মনের ভাষা দিয়ে লেখা কবিতা , গান ,গল্প উপন্যাস থাকলে তা দেখুন । বিশেষ করে যখন হতাশা আপনার আশে পাশে ঘওরা-ঘুরি করে , তখন সেসব দেখে মানষিক শক্তি অর্জন করে তার দূরে চালিয়ে ফেলুন। নিজ হাতে বানা মোর কাচা ঘর খাসা মনে করে নিজের অর্জনের মুল্যয়ন করুন। মনে রাখবেন আপন হাতে তৈরি জীনিসের মুল্য আপনার কাছে অনেক বেশী।
৩। রুচিসম্মত পোষাক নির্বাচন করুন:
পোষাক মানুষের রুচিশীলতা ও ব্যক্তিত্তের পরিচায়ক । তাই পরিবেশ পরিস্থিতি ও আপনার বয়ষের সাথে তালমিলিয়ে পোষাক নির্বাচন করুন । বিভিন্ন সময়ে নিজেকে বিভিন্ন পোষাকে উপস্থাপন করুন , এতে আপনার আত্নবিশ্বাস বাড়বে।
৪। সময়মত কাজ করুন:
বিশ্বের সফল ব্যাক্তিদের জীবন পর্যালচনা করলে দেখা যায় , এই একটি কারণ যা তাদের অনেক উপরে নিয়ে গেছেন তা হলো সময়ের কাজ সময়ে সম্মাদন করা । সময়ের সঠীক ব্যবহার করে কাজ ঠিক মত করা । প্রতিদিন সুর্য উঠে আর বলে হে মানব আর আজি এসেছি আর আসবোনা তাই আমাকে ভালো ভাবে ব্যবহার কর । সুর্যের এই ডাকে সাড়া দিয়ে জীবনে উন্নতি করা উচিত । কথায় আছে ‘সময়ের একফোড় অসময়ের দশ ফোড়’।
৫। রাগ নিয়ন্ত্রন করুন:
আপনি জানেন রেগে গেলেন তো হেরে গেলেন। তাই হেরে না গিয়ে রাগ নিয়ন্ত্রন করুন । যে আগুন আপনার বাড়িঘর পুড়াতে পারে তা আপনি বুদ্ধি করে রান্নার কাজে ব্যবহার করতে পারেন । তাই অযথা রাগ না করে এই রাগকে শক্তিতে পরিনত করে সঠিক কাজে লাগিয়ে জীবনে উন্নতি করুন।
৬। পড়াশুনা করুন:
ছোট বেলায় শুনেছেন পড়াশুনা করে যে গাড়ী –ঘোড়ায় চড়ে সে । আর আজ পড়াশুনা করুন আত্ব-নির্মান ও আত্বআআবিস্কারের জন্যে। আত্ব-নির্মান ও আত্ব উন্নয়নের বই পড়ুন। শরীর ,স্বাস্থ্য, খাবার , ব্যায়াম , ধর্ম ও নৈতিক ইত্যাদি বিষয়ের প্রয়োজনীয় বই পত্র হাতের কাভহে রেখে পড়াশুনা করুন।জিবন সম্পর্কে জ্ঞানই আপনাকে চলার পথে সহায়ক সজ্ঞী।
৭। পুরোপুরি ধর্ম মেনে চলুন:
এমন ভাবে নিজেকে গড়ে তুলুন যেন আপনি আপনার ধর্মের প্রতিচ্ছবি । আপনাকে দেখেই যেন আপনার ধর্ম বুসতে পারে । এই ধরনের ব্যাক্তিত্ত হহকাল ও পরকালে সম্মানী হওয়া যায় ।
৮। দৃষ্টিভজ্ঞি বদলান:
নিজেকে উন্নত ব্যাক্তিত্তের অধিকারী মনে করুন , আর এই অবস্থানে আসার জন্যে সর্বদা চেষ্টা করুন।
তাই খুব সহজে এই নিয়ম গুলো ফলো করে নিজেকে আকর্ষনীয় ব্যাক্তি হিসেবে অন্যের কাছে উপস্থাপন করুন।
No comments:
Post a Comment