মল দেখে বুঝে নিন আপনার শরীরের অবস্থা

খিদে বা খাওয়া নিয়ে আমরা যতটা মাথা ঘামাই, মলত্যাগ করা নিয়ে বোধহয় ততটা ঘামাই না। অথচ,সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য এই দুটোই সমান গুরুত্বপূর্ণ। খাওয়ার অনিচ্ছা, মুখে রুচি না থাকা যেমন শরীর খারাপের প্রথম ধাপ, তেমনই মলত্যাগ স্বাভাবিক হচ্ছে কিনা তার থেকে বোঝা যায় শরীর সুস্থ কিনা। যে কোনও রোগের প্রথম লক্ষণ ধরা পড়ে মল থেকেই।


মল পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের ক্ষেত্রে চিকিত্সকরা মেনে চলেন দ্য ব্রিস্টল স্টুল স্কেল। এই তালিকা দেখে মিলিয়ে দেখে নিন আপনি কতটা সুস্থ।

ঢাকা শহরে চলাচল করা বাস গুলোর নাম ও যাত্রাপথের তালিকা