সমস্যাঃ বাফার পড়ে না। পড়লেও দ্রুত উঠে যায় (কম ক্ষেত্রে)
পরীক্ষা করতে হবেঃ
১.এয়ার ভালভ ওপেন আছে কিনা।
২. সিলেকটর/ পাওয়ার সুইচ ঠিক আছে কি না।
সমস্যাঃ ব্যাগ ধরে না। (বাফার পড়ে উঠে যায় এবং ব্যাগ ফেলে দেয়।)
কারণঃ স্ক্যানিং এর এয়ার লিকেজ হওয়া।
সাম্ভাব্য সমাধানঃ
১. বাফারের অবস্থা চেক করা।
২. স্ক্যানিং ইউনিট এর পাইপসমূহ লিকেজ আছে কিনা চেক করা। পাইপের গোড়া সতর্কভাবে চেক করা।
৩. জীরো ক্যালিব্রেশন করা ঠিক আছে কি না।
৪. নজেল ইনসাইড পরিষ্কার আছে কি না দেখা।
৫. পর্যাপ্ত এয়ার প্রেসার আছে কি না।
৬. সম্পূর্ণ স্পাউট টি পরিষ্কার করা।
সমস্যা ৩ঃ ফিলিং হওয়া ব্যাগ ঠিকমতো ডিসচার্জ হয় না। ফিলিং হওয়া ব্যাগটি বাফার কামড়ে রাখে।
সাম্ভাব্য সমাধান :
১. স্ক্যানিং ইউনিট চেক বা পরিবর্তন করা।
সমস্যা ৪: ব্যাগ বার্স্টিং হওয়া (ফিলিং এর সময় ফেটে যাওয়া)
সমস্যা ৫: ব্যাগের কোন অংশ কেটে যাওয়া।
সমস্যা ৬: ব্যাগ ভুল যায়গায় ডিসচার্জ করে।
সমস্যা ৭: ব্যাগ থেকে প্রচুর ডাস্ট বের হয়।
সমস্যা ৮: ব্যাগের ওয়েট কম বা বেশি যায়।
সমস্যা ৯: ব্যাগ ডিসচার্জ না হয়ে মেশিনের সাথে ঘুরতে থাকে। (প্রচলিত ভাষায়: ব্যাগ ঘোরে।)
তালিকাটি খসড়া পর্যায়ে আছে।
বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন।
No comments:
Post a Comment