::ভলিউম এনালাইসিস:::
🤔১. বড় ভলিউম এর সাথে দাম বৃদ্ধি, দিন শেষে হাই প্রাইচ ধরে রাখা:::::বুলিশ:::বাই
২. বড় ভলিউম এর সাথে দাম কমা::::বিয়ারিশ::সেল
৩. বড় ভলিউম, সকালে অনেক দাম বেড়ে বিকালে দাম কমা:::: বিয়ারিশ::::সেল
🤔৪. টানা ৩/৪/৫ দিন বড় ভলিউম নিয়ে দাম বৃদ্ধি, পরের দিন অল্প ভলিউম এ দাম কমা::::কারেকশন।
সামনে এটা ভাল হতে যাচ্ছে:: বাই
৫. বড় ভলিউম এ কয়েকদিন পতন, হঠাৎ এক দিন প্রাইচ বৃদ্ধি। ভুলেও এই শেয়ারে ঢুকবেন না::: ইটস এ ট্রাপ।
🤔৬. অল্প ভলিউম এ অধিক হারে পতন। সামনে এটা ভাল হতে যাচ্ছে :: আপ্ট্রেন্ড দেখলেই বাই।
৭. কোনো রিউমারে ৩০--৪০% দরবৃদ্ধি। নিউজ আসার সাথে সাথে সেল। খেল খতম।
🤔৮. ২০--২৫% দাম বৃদ্ধির পর ১০--১২% কারেকশন হয়ে আবার বাড়তেছে। be with this trend. next res breakout করবে।
৯. অল্প ভলিউম এ অতিরিক্ত দাম বৃদ্ধি, নো নিউ বাই।
হাতে থাকলে সেল। ইটস এ ট্রাপ।
১০. লাস্ট কিছুদিন কারেকশন হয়ে মনে হচ্ছে আর কমবে না। ভুলে ওই শেয়ারে ঢুকবেন না। এভারেজ করতে করতে জিন্দেগী তামা-তামা হয়ে যাইব, মাগার লাভের মুখ দেখবেন না।
🤔এনালাইসিস ফলো করবেন খুব কাজের। এর সাথে সময় কোন নিউজ থাকলেও যোগ করে শেয়ার কিনবেন। শেয়ারের ফান্ডামেন্টাল শেয়ারের পেইড অ্যাপ এগুলো খেয়াল করবেন। সর্বোপরি নিজের বুদ্ধিতে শেয়ার কিনবেন ধন্যবাদ।
No comments:
Post a Comment