রসুন খাওয়ার ৩০টি উপকারিতা, ব্যবহার ও পুষ্টিগুণ। রিপন সরকার। Ripon Sarkar

রসুন খাওয়ার ৩০টি উপকারিতা, ব্যবহার পুষ্টিগুণ

 

by Ripon Sarkar

 

রসুন লিলিয়াসি পরিবারের এলিয়াম গণের বর্ষজীবী উদ্ভিদ। ভারত বা তার আশেপাশে নাতিশীতোষ্ণ অঞ্চলে চাষ হয়, তা ছাড়া পৃথিবীর অন্যান্য মহাদেশেও এর চাষ হয়ে থাকে। এর বোটানিক্যাল নাম Allium sativum Linn. নিম্নে রসুনের ভেষজ উপকারিতা উল্লেখ করা হলো।[]

 

রসুন সর্বত্রই সহজে পাওয়া যায়। রসুনের এত গুণ যে একে একটি প্রসিদ্ধ রসায়নও বলা চলে। আমাদের দেশে প্রাচীন কাল থেকেই রসুন খাওয়ার এবং ওষুধ রূপে রসুন ব্যবহার করবার প্রচলন আছে। গ্রিস আর আরবদেশে প্রাচীনকাল থেকেই রসুন খাদ্য ওষুধ হিসেবে ব্যবহার করা হত।

অতিরিক্ত ক্যালসিয়াম, আয়রন, জিংক, ভিটামিন ও ফ্লোরাইড এর ক্ষতিকর প্রভাব। রিপন সরকার Ripon Sarkar

 

অতিরিক্ত ক্যালসিয়াম, জিংক, ভিটামিন ও ফ্লোরাইড এর ক্ষতিকর প্রভাব।

রিপন সরকার Ripon Sarkar

সত্যি বলতে কি, প্রায় সব ভিটামিনেরই একটি টক্সিক মাত্রা আছে। এই মাত্রার ওপর ভিটামিন সেবন অবশ্যই ক্ষতিকর। যদিও দুর্ঘটনা ছাড়া এত বেশি মাত্রার ভিটামিন সেবন করা সাধারণত হয়ে ওঠে না। তার পরও শিশুদের মধ্যে দুর্ঘটনাবশত অতিরিক্ত ভিটামিন খেয়ে ফেলাটা একেবারে বিরল নয়। তাই সব ধরনের ওষুধ অবশ্যই শিশুদের নাগালের বাইরে থাকতে হবে। এ ছাড়া বয়স্ক ব্যক্তিদের মধ্যে যাঁদের স্মৃতিভ্রম বা মানসিক রোগ আছে, তাঁরাও অনেক সময় ভুল করে অনেক বেশি মাত্রায় ভিটামিন বড়ি খেয়ে ফেলতে পারেন। দীর্ঘদিন ধরে অকারণে উচ্চমাত্রার ভিটামিন খাওয়া থেকেও বিপদ হতে পারে।

দেহে ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ,প্রয়োজনীয় পরিমাণ, অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণের ক্ষতিকর দিক। রিপন সরকার Ripon Sarkar (Riponsarkar21)

 

দেহে ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ

কয়েকটি কারণে বিশ্বাস করা হয় যে শক্ত হাড়ের জন্য শুধু শিশুদের দুধ খাওয়া দরকার। প্রাপ্তবয়স্ক অনেকে মনে করেন না যে তাদের প্রয়োজনীয় ক্যালসিয়াম দরকার।