।।ফাইভার এবং আমি।।
ফাইভারে আমার একাউন্ট অনেক আগে থেকেই।তবে তেমন কাজ পেতাম না।প্রথমে ওয়েব রিসার্চ আর ডাটা এন্ট্রি নিয়ে কিছুদিন কাজ করেছি।কিছু রিভিউ ও এসেছে প্রোফাইলে তারপর ট্র্যাক চেইঞ্জ করলাম ৫ মাস সময় নিয়ে স্কিল ডেভেলপ করলাম এবং এখন সবগুলা গিগ ই আছে ওয়েব ডেভেলপমেন্ট,ওয়ার্ডপ্রেস এর উপর।
এই ৫ মাসে মোটামোটি গিগ তৈরী করা করা থেকে শুরু করে,গিগ প্রমোশন সহ পার্টিকুলার স্কিল ডেভেলপমেন্ট এর উপর ভালো একটা সময় ব্যয় করেছি এবং এখনো করতেছি।প্রত্যেকটা গিগ এর জন্যে আলাদা করে পোর্টোফোলিও তৈরী করেছি,কিছু লাইভ সাইট রেডি করেছি,নিজের একটা পারসনাল পোর্টফোলিও সাইট বানিয়েছি।বিভিন্ন সোস্যাল মিডিয়া তে গিগ প্রমোশন করেছি। আমি নিজে কোন সিনিয়র সেলার না,তবুও যারা এই মুহূর্তে চিন্তাভাবনা করতেছেন ফাইভারে কাজ করার চিন্তাভাবনা করতেছেন বা গিগ খোলার কথা ভাবতেছেন।তাদের উদ্দেশ্য করে কয়েকটা কথা বলবো তা হচ্ছে-
১।আপনি যে সেক্টরে গিগ খুলতে যাচ্ছেন আপনি সেই সেক্টরে কতটা দক্ষ?বায়ার যদি আপনার গিগে নক করে আপনি কি সেই নক টা কে অর্ডার এ কনভার্ট করতে পারবেন?
২। গিগ এ নক করে যদি আপনাকে বায়ার বলে যে তুমি আমাকে কিছু স্যাম্পল দেখাও এই রিলেটেড কাজ এর।তোমার পোর্টোফোলিও দেখাও এই রিলেটেড কাজ এর।আপনি কি সাথে সাথে তাকে দেখাতে পারবেন স্যাম্পল বা পোর্টফোলিও ঐ পার্টিকুলার কাজ এর?যে সেক্টরে আপনি গিগ টা খুলেছেন?
৩। আপনি গিগ খোলার পরে নিয়মিত গিগ প্রমোশন করতে পারবেন তো সব সোস্যাল মিডিয়া তে?যেমন-টুইটার,লিঙ্কডইন,মিডিয়াম,পিন্টারেস্ট,ব্লগার,গিটহাব,স্লাইড শেয়ার,নিজের ওয়েবসাইট ব্লগ সহ ইত্যাদি।
৪।এত প্রমোশন করার পরেও যদি আপনার গিগে নক না আসে আপনি ধৈর্য্য ধরতে পারবেন তো?
৫। হতাশ না হয়ে নিয়মিত স্কিল ডেভেলপমেন্ট,গিগ মার্কেটিং,ফাইভার ফোরাম এইসব জায়গায় সময় দিতে পারবেন তো? আপনার গিগ খোলার আগে এই কয়েকটা বিষয় মাথায় রাখা উচিত আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি।আমার চাইতে অনেক অভিজ্ঞ বড় ভাইয়েরা আছে এইখানে তাদের থেকে অবশ্যই আরো ভালো সাজেশন্স পাবেন।
সর্বোপরি,মার্কেটপ্লেস এমন না যে আজকে একাউন্ট খুলবেন আর কালকেই ডলার আসা শুরু করবে।স্কিল ডেভেলপ করুন,প্রপার রুলস মেইনটেইন করে গিগ তৈরী করুন,সঠিকভাবে গিগ মার্কেটিং করুন,একটু কষ্ট করে লেগে থাকুন,সফলতা আসবেই।এস এস সি পাশ করার জন্যে লেগে থাকছেন ১০ বছর আর এইখানে ডলার আর্নিং এর জন্যে যদি ১ বছর সঠিক নিয়মে সময় না দেন তাহলে সফলতা আনতে একটু কষ্ট হবে। এই গ্রূপে লাস্ট ২ বছর যাবত আমি শুধু পোস্ট পড়ে যাচ্ছি।এইটা আমার প্রথম পোস্ট।এই গ্রূপ থেকে অনেক হেল্প পেয়েছি অনেকে সময়,সকল বড় ভাই দের প্রতি কৃতজ্ঞ যারা নিজ উদ্যোগে আমাদের মতন নতুন দের কে হেল্প করে।
একদিন আমার নিজেরো বিশ্বাস হতো আমি কখনো ডলার আর্ন করতে পারবো,পরে বুঝলাম চেষ্টা আর ধৈর্য্য থাকলে অনেক কিছুই সম্ভব।
[ভুল ত্রূটি মার্জনী,আমার জন্যে সবাই দোয়া করবেন,আর কারো উপকারে আসতে পারলে অবশ্যই নক করবেন নিজের সর্বোচ্চ টা দিয়ে চেষ্টা করবো]
#fiverrhelpBangladesh
ফাইভারে আমার একাউন্ট অনেক আগে থেকেই।তবে তেমন কাজ পেতাম না।প্রথমে ওয়েব রিসার্চ আর ডাটা এন্ট্রি নিয়ে কিছুদিন কাজ করেছি।কিছু রিভিউ ও এসেছে প্রোফাইলে তারপর ট্র্যাক চেইঞ্জ করলাম ৫ মাস সময় নিয়ে স্কিল ডেভেলপ করলাম এবং এখন সবগুলা গিগ ই আছে ওয়েব ডেভেলপমেন্ট,ওয়ার্ডপ্রেস এর উপর।
এই ৫ মাসে মোটামোটি গিগ তৈরী করা করা থেকে শুরু করে,গিগ প্রমোশন সহ পার্টিকুলার স্কিল ডেভেলপমেন্ট এর উপর ভালো একটা সময় ব্যয় করেছি এবং এখনো করতেছি।প্রত্যেকটা গিগ এর জন্যে আলাদা করে পোর্টোফোলিও তৈরী করেছি,কিছু লাইভ সাইট রেডি করেছি,নিজের একটা পারসনাল পোর্টফোলিও সাইট বানিয়েছি।বিভিন্ন সোস্যাল মিডিয়া তে গিগ প্রমোশন করেছি। আমি নিজে কোন সিনিয়র সেলার না,তবুও যারা এই মুহূর্তে চিন্তাভাবনা করতেছেন ফাইভারে কাজ করার চিন্তাভাবনা করতেছেন বা গিগ খোলার কথা ভাবতেছেন।তাদের উদ্দেশ্য করে কয়েকটা কথা বলবো তা হচ্ছে-
১।আপনি যে সেক্টরে গিগ খুলতে যাচ্ছেন আপনি সেই সেক্টরে কতটা দক্ষ?বায়ার যদি আপনার গিগে নক করে আপনি কি সেই নক টা কে অর্ডার এ কনভার্ট করতে পারবেন?
২। গিগ এ নক করে যদি আপনাকে বায়ার বলে যে তুমি আমাকে কিছু স্যাম্পল দেখাও এই রিলেটেড কাজ এর।তোমার পোর্টোফোলিও দেখাও এই রিলেটেড কাজ এর।আপনি কি সাথে সাথে তাকে দেখাতে পারবেন স্যাম্পল বা পোর্টফোলিও ঐ পার্টিকুলার কাজ এর?যে সেক্টরে আপনি গিগ টা খুলেছেন?
৩। আপনি গিগ খোলার পরে নিয়মিত গিগ প্রমোশন করতে পারবেন তো সব সোস্যাল মিডিয়া তে?যেমন-টুইটার,লিঙ্কডইন,মিডিয়াম,পিন্টারেস্ট,ব্লগার,গিটহাব,স্লাইড শেয়ার,নিজের ওয়েবসাইট ব্লগ সহ ইত্যাদি।
৪।এত প্রমোশন করার পরেও যদি আপনার গিগে নক না আসে আপনি ধৈর্য্য ধরতে পারবেন তো?
৫। হতাশ না হয়ে নিয়মিত স্কিল ডেভেলপমেন্ট,গিগ মার্কেটিং,ফাইভার ফোরাম এইসব জায়গায় সময় দিতে পারবেন তো? আপনার গিগ খোলার আগে এই কয়েকটা বিষয় মাথায় রাখা উচিত আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি।আমার চাইতে অনেক অভিজ্ঞ বড় ভাইয়েরা আছে এইখানে তাদের থেকে অবশ্যই আরো ভালো সাজেশন্স পাবেন।
সর্বোপরি,মার্কেটপ্লেস এমন না যে আজকে একাউন্ট খুলবেন আর কালকেই ডলার আসা শুরু করবে।স্কিল ডেভেলপ করুন,প্রপার রুলস মেইনটেইন করে গিগ তৈরী করুন,সঠিকভাবে গিগ মার্কেটিং করুন,একটু কষ্ট করে লেগে থাকুন,সফলতা আসবেই।এস এস সি পাশ করার জন্যে লেগে থাকছেন ১০ বছর আর এইখানে ডলার আর্নিং এর জন্যে যদি ১ বছর সঠিক নিয়মে সময় না দেন তাহলে সফলতা আনতে একটু কষ্ট হবে। এই গ্রূপে লাস্ট ২ বছর যাবত আমি শুধু পোস্ট পড়ে যাচ্ছি।এইটা আমার প্রথম পোস্ট।এই গ্রূপ থেকে অনেক হেল্প পেয়েছি অনেকে সময়,সকল বড় ভাই দের প্রতি কৃতজ্ঞ যারা নিজ উদ্যোগে আমাদের মতন নতুন দের কে হেল্প করে।
একদিন আমার নিজেরো বিশ্বাস হতো আমি কখনো ডলার আর্ন করতে পারবো,পরে বুঝলাম চেষ্টা আর ধৈর্য্য থাকলে অনেক কিছুই সম্ভব।
[ভুল ত্রূটি মার্জনী,আমার জন্যে সবাই দোয়া করবেন,আর কারো উপকারে আসতে পারলে অবশ্যই নক করবেন নিজের সর্বোচ্চ টা দিয়ে চেষ্টা করবো]
#fiverrhelpBangladesh
No comments:
Post a Comment