বাংলা সাহিত্যে কবিদের সৃষ্টিকর্ম মনে রাখার সহজ কৌশল!





বাংলা সাহিত্যে কবিদের সৃষ্টিকর্ম মনে রাখার সহজ কৌশল!

বাংলা সাহিত্যে কবিদের সৃষ্টিকর্ম মনে রাখার সহজ কৌশল!

রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম মনে রাখার কৌশল

উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:“গোরা শেষের কবিতার চার অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হল।
দুইবোন মালঞ্চ ও রার্জষিকে ঘরের বাইরে যোগাযোগ করে পেলনা বলে বৌ ঠাকুররানীর হাটে খুঁজতে গিয়ে
নৌকাডুবি হল।”
টেকনিক ব্যাখ্যা: 
১.গোরা  ২.শেষের কবিতা ৩.চার অধ্যায় ৪.চতুরঙ্গ ৫.চোখের বালি ৬.দুই বোন ৭.মালঞ্চ
৮.রার্জষি ৯.ঘরের বাইরে ১০.যোগাযোগ ১১.বৌঠাকুররানীর হাট ১২.নৌকাডুবি
বিকল্প টেকনিক
বৌয়ের চোখে চার নৌকাডুবি দেখে দুইবোন করুনার শেষে চতুর রাজর্ষি গোরাকে নিয়ে ঘরে বাইরে
যোগাযোগ করল।
টেকনিক ব্যাখ্যা:
১. বৌয়ের— বৌঠাকুরানীর হাট ২. চোখের— চোখের বালি
৩. চার— চার অধ্যায় ৪. নৌকাডুবি— নৌকাডুবি
৫. দুই বোন— দুই বোন ৬. করুনা— করুনা
৭. শেষে— শেষের কবিতা ৮. চতুর— চতুরঙ্গ
৯. রাজর্ষি— রাজর্ষি ১০. গোরা— গোরা
১১. ঘরেবাইরে— ঘরেবাইরে ১২. যোগাযোগ-যোগাযোগ

চাকুরির আবেদন ফর্ম

পানি উন্নয়ন বোর্ড এর নিয়োগ বিজ্ঞপ্তি তে ইচ্ছুক প্রার্থীদের জন্য আশা করি কাজে দিবে ফর্মটি।

মুক্তিযুদ্ধ বিষয়ক ৪৬ টা চলচিত্রের লিষ্ট

মুক্তিযুদ্ধ বিষয়ক ৫০ টা চলচিত্রের লিষ্ট ;
১/ ওরা ১১ জন – চাষী নজরুল ইসলাম -( ১৯৭২)
২/ অরুণোদয়ের অগ্নিসাক্ষী – সুভাষ দত্ত – (১৯৭২)
৩/ রক্তাক্ত বাংলা – মমতাজ আলী – (১৯৭২)
৪/ বাঘা বাঙালী – আনন্দ – (১৯৭২)
৫/ ধীরে বহে মেঘনা – আলমগীর কবির – (১৯৭৩)
৬/আমার জন্মভূমি – আলমগীর কুমকুম – (১৯৭৩)
৭/ আবার তোরা মানুষ হ – খান আতাউর রহমান – (১৯৭৩)

টাইমার কানেকশন পদ্ধতি

সাধারণ ইলেকট্রিক টাইমার দিয়ে  বিভিন্ন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ডিভাইস নির্দিষ্ট ‍সময়ে চালু বা বন্ধ করা যায়। ‍যদিও কয়েকদিন ‍আগেও আমি এর ‍সম্পর্কে ভালভাবে জানতাম না। কিন্ত বর্তমানে সেটা শিখেছি এবং ব্যাবহারিকভাবে করে সেই সম্পর্কে জ্ঞানার্জন করেছি। তখন বুঝেছি এটা খুবই সহজ একটা বিষয়। (এটা বলছি না যে আমি সবজান্তা হয়ে গেছি। কিন্ত এটা বলতে পারি এর সাধারণ কর্মকাণ্ড সম্পর্কে বুঝতে পেরেছি।)

নিচের চিত্রগুলো দেখলে আশা করি খুব সহজে আপনারাও (যারা টাইমার সম্পর্কে জানেন না) এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন।


টাইমার:
পিছনের দিক

সামনের দিক



ফ্রী ডাউনলোড করুন Bluetooth Module Library


ফ্রী ডাউনলোড করুন Proteus এর Bluetooth Module Library 



Download instruction:
  •  নিচের লিংকে ক্লিক করুন।

ফ্রী ডাউনলোড করুন Screen Recording এর সেরা ‍সফট্ওয়্যার




ফ্রী ডাউনলোড করুন স্ক্রীণ রেকর্ডিং এর সেরা ‍সফট্ওয়্যার

কম্পিউটার এর স্ক্রীণ রেকর্ডিং এর সেরা ‍সফট্ওয়্যার Snagit Video Recorder  এর ফুল ভার্সন।

ফ্রী ডাউনলোড করুন PIR Sensor Library



ফ্রী ডাউনলোড করুন Proteus এর  PIR Sensor Library 

Proteus ফ্রী ডাউনলোড করুন

ফ্রী ডাউনলোড করুন ইলেক্ট্রনিক্স স্কিমেটিক ডিজাইন, পিসিবি ডিজাইন, থ্রিডি ‍সিমুলেশনের সেরা ‍সফট্ওয়্যার Proteus এর ফুল ভার্সন।






Eset User Name, Password and Serial Key

✔️LIKE ✔️COMMENT✔️SHARE✔️SUBSCRIBE✔️ ======================(*_*)-----(*_*)======================== ✔️eset nod32 antivirus and eset internet security and eset smart security ✔️eset nod32 antivirus license key - eset nod32 antivirus license key - eset ✔️nod32 antivirus license key-eset internet security license-eset internet ✔️security license =================(*_*)-----(*_*)================= ✔️ESET NOD32 Antivirus 13.0.24.0 License Key 2022✔️ ✔️ABDJ-XGVJ-935H-GMT6-8BRP 10-18-2021 (2 devices) ✔️BGTC-X6KM-B4JN-P47V-WSW7 04-02-2022 (28 devices) =================(*_*)-----(*_*)=================== ✔️A5M2-XST5-BJK5-HRT4-UDS3 26-10-2020 (2 devices) ✔️6PV5-XREV-3G65-BW4B-AVFE 07.07.2020 (1 devices) ✔️BV7M-XJS2-CTVF-WHAC-5NPR 07.07.2020 (1 devices) ✔️3N39-XM6M-E6MD-HN4C-JSVN 07.08.2020 (1 devices) ✔️NN27-XBM8-P444-AUXX-3M2C 31-03-2020 (1 devices) ✔️A8CR-XUX9-DECT-8F56-VM5S 31-03-2020 (1 devices) ✔️59D3-XN27-RS77-H4MS-8FUS 31/03/2020 (1 devices)
=======================================

36 BCS Question and Solution


১। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? উত্তরঃ ১৫
২। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট?   উত্তরঃ এক কক্ষ
৩। ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?   উত্তরঃ ১১১টি
৪। বাংলাদেশের ভৌগলিক অবস্থান কোনটি? উত্তরঃ ৮৮০ ০১’ ৯২০-৪১’ দক্ষিণ পূর্ব দ্রাঘিমাংশে
৫। বাংলাদেশের প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় কবে? উত্তরঃ ১৯৭৪ সাল
৬। বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়? উত্তরঃ ১৬ ফেব্রুয়ারী ১৯৫৬
৭। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়? উত্তরঃ ১৪ ডিসেম্বর ১৯৭১
৮। বাঙ্গালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? উত্তরঃ অস্ট্রিক
৯। বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি? উত্তরঃ পুন্ড্র
১০। বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? উত্তরঃ আইন-ই-আকবরী
১১। ঢাকার লালবাগের দূর্গ নির্মাণ করেনঃ উত্তরঃ শায়েস্তা খান
১২। বাংলার “ছিয়াত্তরের মনন্তর” এর সময় কালঃ উত্তরঃ ১৭৭০ খ্রীষ্টাব্দ
১৩। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? উত্তরঃ ৩১ জানুয়ারী ১৯৫২

Diploma in Engineering Routine 2016 for 2nd, 4th, 5th, 7th regular and 6th and 8th irregulal

২০১৬ সনের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০১০ প্রবিধানের ২য়, ৪র্থ, ৫ম, ৭ম পর্ব নিয়মিত ও ৬ষ্ঠ পর্ব অকৃতকার্য বিষয়ের এবং ৮ম পর্ব অনিয়মিত পরীক্ষার সময়সূচিঃ


Converting system of 3 phase power to single phase power

How do you convert a 3 phase power to single phase power?
[Ashuganj Power Station Company Limited- 2011]

Ans: For three phase , three wire system, the load between any two of the three line conductors (not "Phase conductors"!). For three phase, four wire system, single phase is obtained by connecting the load between any two of the three line conductor, or between any one of the line conductors and the neutral conductor- depending on which connection gives us the appropriate voltage.

English to Bangla Dictionary ইংরেজী থেকে বাংলা অভিধান

খুব ছোট সাইজের চমৎকার একটি ইংরেজী থেকে বাংলা শব্দার্থ বের করার অফলাইন অভিধান (Dictionary) আপনাদের জন্য উপহার থাকলো।

ডাউনলোড লিংক

How are Substation protected?

How are Substation protected?  [Ashuganj Power Station Company Limited- 2011]

Almost all of the equipment inside of  a substation is used for the purpose of protection. The circuit breakers and power transformers in the substation are equipped with current transformers (CTs) that step down the current passing through the equipment to a level that can be read by protective relays. These protective relays can cause the breakers to trip upon many different events including under/over voltage, current spikes. frequency issues, transformer/bus differential, etc. The breakers in

বিভিন্ন উপাত্ত হতে কারেন্ট বের করার সুত্রঃ

বিভিন্ন উপাত্ত হতে কারেন্ট বের করার সুত্রঃ

বিদ্যুৎ এর কিছু খুটিনাটি তথ্য (পর্ব ২)

riponsarkar21.blogspot.com

১। একটি ডিসি জেনারেটর পূর্ণ স্পিডে ঘুরতেছে কিন্তু ভোল্টেজ উৎপন্ন হইতেছে না- কারন কি?
উ: (১) ফিল্ডে রেসিডিয়্যাল মেগনেটিজম নেই
     (২) জেনারেটর উল্টা ঘুরতেছে
     (৩) ফিল্ডের কয়েল ওপেন
     (৪) আর্মেচার কয়েল ওপেন
     (৫) কার্বন ব্রাস কম্যুটেটরে সংযোগ নেই।


২। একটি ডিসি মোটর উল্টা ঘুরতেছে কি ভাবে ঠিক করতে হবে?
উ: হয় ইহার ফিল্ডের কানেকশন না হয় আর্মেচারের কানেকশন উল্টাইায়া দিতে হবে।


৩। স্টার্টার মোটর র্স্টাট দেয়া ছাড়া আর কি কি কাজ করে?
উ: ইহা ওভার লোডে এবং সাপ্লাই চলে গেলে মোটরকে সোর্স হতে আপনা আপনি বিচ্ছিন্ন করে।

৪। সান্ট ফিল্ডের কয়েল চিকন তারের অধিক প্যাঁচের এবং সিরিজ ফিল্ডের কয়েল মোটা তারের কম প্যাঁচের থাকে কেন ?

EEE Viva in English Part 2

Review a list of frequently asked Electrical interview questions for electrical graduates. Frequently asked interview questions with answers under the subjects like electrical machines,Transmission and distribution,Power electronics and some general basic questions.

1. What is a System?
When a number of elements or components are connected in a sequence to perform a specific function, the group of elements that all constitute a System


2. What is Control System?
In a System the output and inputs are interrelated in such a manner that the output quantity or variable is controlled by input quantity, then such a system is called Control System.
The output quantity is called controlled variable or response and the input quantity is called

EEE Viva in English Part 1

•• Q-1: Different between megger and contact resistance meter?
Answers: Megger used to measure cable resistance, conductor continuity, and phase identification where as contact resistance meter used to measure low resistance like relays, contactors.
•• Q-2: Why should be the frequency is 50 Hz only why not others like 45, 95 56 or anything, why should we maintain the frequency constant if so why it is only 50?
Answers: We can have the frequency at any frequency you like, but then you must also make your own motors, transformers or any other equipment you want to use. We maintain the frequency at 50 Hz or 60 Hz cos the world maintains a standard at 50 /60hz and the equipment are made to operate at these frequency.
•• Q-3: Why field rheostat is kept in minimum position while armature rheostat at maximum position?
Answers: In motors at the time of starting the armature resistance is introduced to reduce the high starting current and the field resistance is kept minimum to have high starting

ক্যাবল সাইজ নির্ধারণ


ক্যাবল সাইজ যেভাবে নির্ধারণ করবেন…


ক্যাবল সাইজ নির্ধারণ করা নিয়ে নানা মত আছে। কারো কারো মতে কোনও ক্যাবল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ক্যাটালগ দেখলেই চলে আবার কারো কারো সিলেকশন পদ্ধতি এতটাই জটিল যে সেটাও অনেক ক্ষেত্রে বাহুল্য হয়ে যায়।
আজ আমি আপনাদের ক্যাবল সিলেকশনের যেই পদ্ধতিটা দেখাব সেটা কারো হুবহু অনুকরণ নয় বরং বেশ কয়েকটা উৎস থেকে পাওয়া তথ্য থেকে আমার বাছাইকৃত পদ্ধতি। আর হ্যাঁ, এটা শুধুমাত্র লো ভোল্টেজ লাইনের ক্যাবল সিলেকশনের পদ্ধতি।
ক্যাবল সিলেকশন এ আমাদের কয়েকটা ধাপ অনুসরণ করতে হয়। তো, শুরু করা যাক প্রথম ধাপ।
লোড কারেন্ট নির্ণয় ঃ এই ধাপটা সহজ। এই ধাপে আমাদের লোড কারেন্ট বের করতে হবে আর তার জন্য

বিদ্যুৎ এর কিছু খুটিনাটি তথ্য

►থ্রি-পিন প্লাগে আর্থ বা গ্রাউন্ড পিন বাকী দুইটি পিনের চেয়ে লম্বা থাকে কেন ?
থ্রি-পিন প্লাগে (কম্পিউটার, ইউপিএস ইত্যাদির পাওয়ার প্লাগ) সাধারণত আর্থ বা গ্রাউন্ড পিন বাকী দুইটি পিনের চেয়ে লম্বা থাকে।এর কারণ হলো প্লাগটি যেনো সকেটে লাগানোর সময় আর্থ পিনটি সবার আগে কানেক্টেড হয় এবং খোলার সময় সবার শেষে ডিসকানেক্টেড হয়। এর ফলে বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যদি কোন স্ট্যাটিক চার্জ জমা হয় তা মাটিতে চলে গিয়ে যন্ত্রটিকে সুরক্ষিত রাখে।

এয়ার কন্ডিশনার সাইজ সিলেকশনঃ

♠♠♠ টন অব রেফ্রিজারেশানঃএয়ার কন্ডিশনার কিনতে গেলে আমরা শুনি যে এক টনের এ/সি, দেড় টনের এ/সি ইত্যাদি। এয়ার কন্ডিশানের ক্ষমতা বা সাইজের পরিমাপের একক এই টন।সাধারণতঃ একটনের একটি বরফকে ২৪ ঘন্টার মধ্যে গলিয়ে ফেলতে তা থেকে যে পরিমাণ তাপ নিয়ে নিতে হবে তার পরিমাণকে এক টন ধরা হয়।


১ টন রেফ্রিজারেশান = ১২,০০০ ব্রিটিশ থার্মাল ইউনিট (BTU)/ঘন্টা
                          = ৩,০২৫.৯ কিলোক্যালরি/ঘন্টা 

                          = ১২,৬৬১ কিলোজুল/ ঘন্টা।

রুমের সাইজের উপর ভিত্তি করে এয়ার কন্ডিশানের ক্ষমতা কিরূপ হবে তার একটি আনুমানিক হিসাব নিম্নরূপঃ

__________________________________________
রুম সাইজ(বর্গফুট)----এয়ার কন্ডিশনার সাইজ(BTU/h)
__________________________________________
১০০-১৫০-------------৫,০০০
১৫০-২৫০-------------৬,০০০

আপাত পাওয়ার, প্রকৃত পাওয়ার ও রিয়্যাক্টিভ পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর এর সম্পর্ক

আপাত পাওয়ার, প্রকৃত পাওয়ার ও রিয়্যাক্টিভ পাওয়ার এর সম্পর্ক বোঝানোর জন্য এই ছবিগুলো অনেক সাহা্য্য করতে পারে।






এসি সার্কিটের পাওয়ার:এসি সার্কিটে রেজিস্টর,ক্যাপাসিটর,ইন্ডাক্টর ব্যাবহৃত হয়,অন্যদিকে ডিসি সার্কিটে শুধুমাত্র রেজিস্টর ব্যবহৃত হয় তাই ডিসি কারেন্ট রেজিস্ট্যান্স জনিত বাধার সম্মুখীন হয় ।তাই ভোল্টেজ এবং কারেন্টকে গুন করলে প্রকৃত পাওয়ার পাওয়া যায়।কিন্তু এসি কারেন্ট তিন ধরনের রোধ বা বাধার সম্মখীন হয়,রেজিস্টিভ,ক্যাপাসিটিভ এবং ইন্ডাকটিভ রোধ বা বাধা।এসি ক্যাপাসিটিভ এবং ইন্ডাকটিভ সার্কিটে (বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট ব্যাতিত)কারেন্টের দুটি কম্পোনেন্ট বা উপাংশ থাকে।

তড়িৎকৌশল বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশেষ জ্ঞাতব্য। রিপন সরকার

তড়িৎকৌশল বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশেষ জ্ঞাতব্য



**ওহমের সূত্র:- কোন সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ঐ সার্কিটের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক অর্থাৎ V∞I  বা  V=IR ।

**কারেন্ট:- পরিবাহির মধ্যদিয়ে ইলেক্ট্রনের প্রবাহকে বলা হয় কারেন্ট ।কারেন্টের একক অ্যাম্পিয়ার সংক্ষেপে Amp বা A দ্বারা প্রকাশ করা হয়।
**ভোল্টেজ:- ইলেক্ট্রন গুলোকে স্থানচুত্য করার জন্য প্রয়োজনীয় চাপকে ভোল্টেজ বলা হয় । ভোল্টেজের একক ভোল্ট Volt বা V।
**রেজিস্টেন্স:- কোন পরিবাহির মধ্য দিয়ে কারেন্ট বা ভোল্টেজ চলাচলে যে বাধা প্রাপ্ত হয় তাই রেজিস্টেন্স, সার্কিটের মধ্যে রেজিস্টর ব্যবহার করা হয় প্রয়োজনীয় বাধা দানের জন্য। রেজিস্টেন্সের একক ওহম(Ω)  দ্বারা প্রকাশ করা হয় ।
**এসি(AC): অলটারনেটিং করেন্ট।
**ডিসি(DC):ডাইরেক্ট কারেন্ট।

**ফ্রিকুয়েন্সি:- কোন পরিবর্তনশীল রাশি প্রতি সেকেন্ট যতগুলি সাইকেল সম্পন্ন করে তাকে ফ্রিকুয়েন্সি বলে ।
**পাওয়ার ফ্যাক্টর:- অল্টারনেটিং কারেন্ট এবং ভোল্টেজ এর মধ্যবর্তী ফেইজ অ্যাংঙ্গেল এর Cosine মানকে

থ্রি ফেজ কানেকশনে নিউট্রাল এর গুরুত্ব কতটুকু? রিপন সরকার

থ্রি ফেজ কানেকশনে নিউট্রাল এর গুরুত্ব কতটুকু?


https://riponsarkar21.blogspot.com/2016/04/necessity-of-neutral-in-3-Phase-electric-system.html


থ্রী-ফেজ ব্যবস্থার কিছু বিশেষ সুবিধা আছে যার ফলে এটি সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থায় রূপ নিয়েছেঃ

  • তিন ফেজের বিদ্যুৎ প্রবাহ একে অন্যকে বিয়োগ করে দেয় এবং লিনিয়ার ব্যালেন্সড লোডের ক্ষেত্র যোগফল শূন্য হয়ে যায়। ফলে নিউট্রাল পরিবাহী ব্যবহার না করলেও চলে অথবা এর আকার অনেক কমিয়ে ফেলা যায়।