এয়ার কন্ডিশনার সাইজ সিলেকশনঃ

♠♠♠ টন অব রেফ্রিজারেশানঃএয়ার কন্ডিশনার কিনতে গেলে আমরা শুনি যে এক টনের এ/সি, দেড় টনের এ/সি ইত্যাদি। এয়ার কন্ডিশানের ক্ষমতা বা সাইজের পরিমাপের একক এই টন।সাধারণতঃ একটনের একটি বরফকে ২৪ ঘন্টার মধ্যে গলিয়ে ফেলতে তা থেকে যে পরিমাণ তাপ নিয়ে নিতে হবে তার পরিমাণকে এক টন ধরা হয়।


১ টন রেফ্রিজারেশান = ১২,০০০ ব্রিটিশ থার্মাল ইউনিট (BTU)/ঘন্টা
                          = ৩,০২৫.৯ কিলোক্যালরি/ঘন্টা 

                          = ১২,৬৬১ কিলোজুল/ ঘন্টা।

রুমের সাইজের উপর ভিত্তি করে এয়ার কন্ডিশানের ক্ষমতা কিরূপ হবে তার একটি আনুমানিক হিসাব নিম্নরূপঃ

__________________________________________
রুম সাইজ(বর্গফুট)----এয়ার কন্ডিশনার সাইজ(BTU/h)
__________________________________________
১০০-১৫০-------------৫,০০০
১৫০-২৫০-------------৬,০০০
২৫০-৩০০-------------৭,০০০
৩০০-৩৫০------------৮,০০০
৩৫০-৪০০-------------৯,০০০
৪০০-৪৫০-------------১০,০০০
৪৫০-৫৫০-------------১২,০০০
৫৫০-৭০০-------------১৪,০০০
৭০০-১০০০------------১৮,০০০


☺☺☺ তবে এক্ষেত্রে নিচের বিষয়গুলো খেয়াল রাখা জরুরীঃ
১। যদি রূমটিতে দিনের বেলা বেশী রোদ পড়ে অথবা গ্রীষ্মপ্রধান অঞ্চলে অবস্থিত হয় তবে এ/সি’র সাইজ ১০% বৃদ্ধি করে হিসাব করতে হবে এবং ছায়াঘেরা থাকলে কিংবা শীতপ্রধান অঞ্চলে অবস্থিত হলে ১০% কমিয়ে হিসাব করতে হবে।
২। যদি রূমে সর্বদা দুই জনের অধিক লোক থাকে তবে হিসাবে যা আসে তার থেকে অতিরিক্ত ৬০০ BTU/h বেশি ক্ষমতার এ/সি লাগাতে হবে।
৩। যদি রান্নাঘরে এ/সি লাগানো হয় তবে রূমের সাইজ অনুপাতে যে ক্ষমতার এ/ সি লাগবে তার চাইতে কমপক্ষে ৪০০০ BTU/h বেশি ক্ষমতার এ/সি লাগাতে হবে।

REFERENCE: https://www.facebook.com/Electrical-and-Electronic-Engineering-EEE-1608932549343601/timeline?ref=page_internal

No comments:

Post a Comment