আমরা এসি সাধারণত ২ ধরনের দেখতে পাই,
১. ইনভার্টার এসি।
২. নন-ইনভার্টার এসি।
ইনভার্টার এসির কথা বলার আগে নন- ইনভার্টার এসির কথা বলি। কারন, নন- ইনভার্টার এসি আমরা আগে থেকে ব্যবহার করছি যা প্রচলিত টেকনোলোজিতে তৈরি। এ ধরনের এসিতে রোটারি কম্প্রেসার থাকে।
অপরদিকে ইনভার্টার এসি আজ থেকে প্রায় ৭-৮ বছর আগে আসা শুরু হয়েছে। এই এসির দাম নন- ইনভার্টার এসির তুলনায় অনেক বেশি। এটি dc কারেন্টে চলে। বর্তমানে ইনভার্টার এসির দাম অনেকাংশে কম হয়ে গিয়েছে। তবু ভাল মানের ইনভার্টার এসি,নন- ইনভার্টার এসির তুলনায় এখনো প্রায় ৫০ % দাম বেশি।[LG,General]
এখন আমরা এই দুই ধরনের এসি সম্পর্কে একটু গভীর ভাবে জানব। বলব এগুলো কিভাবে চলে।
১. নন- ইনভার্টার এসি:- এ ধরনের এসি বেশি কারেন্ট