২০২০ দুর্গাপুজোর নির্ঘণ্ট ! একনজরে দেখে নিন সময়-তিথি-ক্ষণ
By রিপন সরকার
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের ক্যালেন্ডার দেখা মানেই , তাতে প্রথমেই নজর পড়ে যায় দুর্গাপুজোর তারিখের দিকে। আর দুর্গাপুজোকে দেখেই তারা ঠিক করে ফেলে বাকি বছরের বিভিন্ন 'প্ল্যান'! ২০১৯ দুর্গাপুজো আসতেই আপাতত উৎসবের সূর্য মধ্যগগনে। এবার প্রতীক্ষা , আর কৌতূহল শুরু ২০২০ সালের দুর্গাপুজো ঘিরে। একনজরে দেখে নেওয়া যাক আগামী বছরের পুজোর নির্ঘণ্ট। কবে কোন সময়ে পড়েছে ২০২০ সালের দুর্গাপুজো?
পঞ্চমী
২০২০ সালের দুর্গাপুজো আশ্বিন নয়, কার্তিক মাসে পড়েছে। আগামী বছরের ২১ অক্টোবর অর্থাৎ ৪ ঠা কার্তিক বুধবার পঞ্চমী পড়েছে।
ষষ্ঠী
সেদিন অধিবাসের সময়ক্ষণও থাকছে। ২২ অক্টোবর পড়ছে মহাষষ্ঠী। সেদিন কার্তিক মাসের ৫ তারিখ। পড়ছে বৃহস্পতিবার।
সপ্তমী
মহাসপ্তমী পড়ছে ২০২০ সালের ২৩ অক্টোবর, । সেদিন ৬ কার্তিক। ২০২০ সালে এই দিনটি হল শুক্রবার।
অষ্টমী
মহাঅষ্টমী পড়ছে ২০২০ সালের ২৪ অক্টোবর। সেদিন পড়ছে ৭ কার্তিক। সেদিনই থাকছে কুমারী পূজা থেকে সন্ধিপুজোর তিথি।
নবমী
২০২০ সালের নবমীর দিন পড়ছে রবিবার ২৫ অক্টোবর। কার্তিক মাসের ৮ তারিখ পড়ছে নবমী। সেদিন থাকছে নবমীর হোম ও বলিদানের তিথিও।
দশমী
২০২০ সালের দশমী পড়ছে ২৬ অক্টোবর। সেদিন ৯ কার্তিক। সেদিন পড়ছে সোমবার। ওই দিন বিকেলে সিঁদুর খেলায় মাততে চলেছে বাংলা।
No comments:
Post a Comment