সৌদিয়া কোচ সার্ভিস
Share This Information
By রিপন সরকার
সৌদিয়া কোচ সার্ভিস বাংলাদেশের জনপ্রিয় একটি বাস সার্ভিস। ঢাকা থেকে বিভিন্ন জেলা শহরে সৌদিয়া কোচ সার্ভিস এর এসি / নন এসি বাস সার্ভিস রয়েছে।
নিম্নে আপনি সৌদিয়া কোচ সার্ভিসের সকল কাউন্টারের নাম্বার পেয়ে যাবেন। ঘরে বসেই আপনার নিক্টস্ত কাউন্টারে কল দিয়ে টিকেট বুকিং বা সময় সূচী জেনে নিন। আপনার যদি কাউন্টারে যাওয়ার সময় না থাকে, চিন্তিত হবার কোন কারণ নাই, তাৎক্ষনিক বা অগ্রিম সব ধরনের বাসের টিকেট আমরা বুকিং দিয়ে থাকি। কেমনেযাবো কাস্টমার কেয়ারে কল করে টিকেট বুকিং নিশ্চিত করুন। টিকেট বুকিং কল সেন্টার- 01517-832110