পাওয়ার ফ্যাক্টর কিভাবে উন্নতি করবেন?

পাওয়ার ফ্যাক্টর কিভাবে উন্নতি করবেন তা ডেমো সাব-স্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে উদাহরণ হিসেবে একটি ডেমো sub station দেখানো হয়েছে।


আসলে আমাদের দেশে যে Transmission system এতে করে Industry তে power আসতে আসতে current & voltage এর মাত্রা অসম গতিতে চলে ।

আর ঐ current & voltage কে একট নির্দিষ্ট সিমায় রেখে লোড এ প্রেরণ  করার নামই power factor improvement

বিভিন্ন ভাবে power factor improvement করা যায়। আমরা এখানে পৃথিবীর সব চাইতে জনপ্রিয় system টা অর্থাৎ Capacitor bank নিয়ে আলোচনা করবো ইন শাহ আল্লাহ।

ধরুন আপনার প্রতিষ্ঠান 500KVA Sub station আছে

500kva*0.8 = 400kw

=400*1000/1.73*400*0.8
=723 A(ঐ প্রতিষ্ঠানের সর্বোচ লোড)

PFI calculation
=500kva*60/100 (60% in sub station)
=300kvar
=300KVAR
এই হিসাব টা শুধু DPDC & Chittagong এর জন্য। কারন এখানে
অন্যান্য জেলা থেকে power ভালো পাওয়া যায়।

কিন্তু Other district এ ৬৪-৬৮ ধরে করবেন, ফল ভালো পাবেন।

Stez/Step সাজানোঃ-
2.5 kvar
5 kvar
7.5 kvar
10 kvar
12.5 kvar
15 +2.5 kvar ( 5 kvar fixed)
20 kvar
25 +15 kvar
25 + 25 kvar
25*3 kvar
এখানে 245 kvar দেয়া হয়েছ।
Step কিভাবে সাজাবেন সেটা আপনার উপর নির্ভর করছে। তবে একটু লজিক খাটাতে হবে।
এখানে আমরা ১০ টি step এ pfi সাজিয়েছি।

এখন আমরা PFI এর মডিউল এ Connection দিবো।
এবার দেখেন মডিউল এর ১নং wire ১ নং MC এর A1 এ সংযোগ হয়েছে এবং A2 neutral এ লাগবে।

তার পর যখন ১নং কন্টাক্ট on হবে তখম ১নং indicator জ্বলে উঠবে তারপর বুঝবেন আপনার PFI কাজ করতেছে।

এভাবেই ১ থেকে ১০ পর্যন্ত step এ সংযোগ দিবেন।
এখন আসা যাক CT তে, CT এর সংযোগ হবে x-former এর secondary সাইটের এর Red wire এ CT লাগিয়ে s1 এবং s2 module এ লাগিয়ে দিলেই ok.

মডিউল এ কিন্তু RYB সংযোগ দিতে হবে। সাথে মডিউলে ফিউজ ব্যবহার করবেন মডিউল সেফ থাকার জন্য এবং indicator light change করার জন্য।
এখন HT meter এর সাথে PFI Mmodule এর মান মিলিয়ে দেখেন ঠিক আছে কিনা আপনার PFI
courtesy: Rafikul islam

সূত্র: facebook.com/Voltage Lab

No comments:

Post a Comment