টাইমার কানেকশন পদ্ধতি

সাধারণ ইলেকট্রিক টাইমার দিয়ে  বিভিন্ন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ডিভাইস নির্দিষ্ট ‍সময়ে চালু বা বন্ধ করা যায়। ‍যদিও কয়েকদিন ‍আগেও আমি এর ‍সম্পর্কে ভালভাবে জানতাম না। কিন্ত বর্তমানে সেটা শিখেছি এবং ব্যাবহারিকভাবে করে সেই সম্পর্কে জ্ঞানার্জন করেছি। তখন বুঝেছি এটা খুবই সহজ একটা বিষয়। (এটা বলছি না যে আমি সবজান্তা হয়ে গেছি। কিন্ত এটা বলতে পারি এর সাধারণ কর্মকাণ্ড সম্পর্কে বুঝতে পেরেছি।)

নিচের চিত্রগুলো দেখলে আশা করি খুব সহজে আপনারাও (যারা টাইমার সম্পর্কে জানেন না) এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন।


টাইমার:
পিছনের দিক

সামনের দিক